তোমার মনের রংটা সত্যি দারুন!
তোমায় দেখে আমি বিস্মিত হই, হতবাক হই!
তুমি সারাজীবন মনে রাখার মতো,
তুমি ভুলে যাবার নয়!
চন্দ্র, সূর্য, তারা, যেভাবে নিয়ম করে-
তোমায় আলো দেয়,
আমিও ঠিক সেভাবেই-
অবারিত জোছনার আলোরমতো!
এখনো তোমাকে, ভালোবাসি!
এখনো আমি স্বপ্ন বুনি তোমাকে নিয়ে-
রোজ সকালে,
চায়ের ধুয়ো উড়ানো গরম কাপে।


সাজুগুজু করলে, দারুণ লাগে তোমায়
এতটাই সুন্দরী তুমি,
তোমার ছবিও যেনও কথা বলে,
কানে কানে চুপিসারে!  
তুমি বেঁচে আছো আমার মাঝে,
তুমি বেঁচে আছো, হইহুল্লোড়ে!
যে-দিন প্রথম তোমায় দেখি,
তোমাকে দেখার পর থেকে,
রাত জাগার ঝক্কিটা হারিয়ে গিয়েছিল।


কলিজা ছেড়া দুঃখ যেভাবে মানুষের মনে-
জীবনভর লেগে থাকে!
একই ভাবে তুমি লেগে আছো,
আমার চোখে, ঠোঁটে, গালে,
তুমি জড়িয়ে আছো আমার হৃদয়ের মগজে!
তুমি শেষ নিশ্বাস পর্যন্ত, লেগেই থাকবে।


তুমি শিমুল ফুলের মতো বছরে-
একবার অন্তত আসিও,
তবুও মনকে কোনমতে এই ইকট্টু বোঝানো যাবে,
শান্তনা দেয়া যাবে!
তুমি একদিন সত্যি আমাকে ভালবাসতে!
আমাকে পাশে চাইতে।


মন বলে জীবনে ভালোবাসার দরকার নেই!
আমি বলি, না না জীবনে ভালোবাসার দরকার আছে!
ভালোবাসার দরকার না থাকলে তুমি কিভাবে আসলে?
আমার মন ছুঁয়ে, স্মৃতির মিনারে?
মনকে সে কথা বুঝানো যাবে কি?
না তুমি বুঝো, আর না মন বোঝে?
কেউ বুঝে না এই আমাকে,
তাই আমার ভীষণ একলা লাগে।