তুমি যদি আলো হও
নিকষকালো অন্ধকার তাড়াবার
তোমার সেই আলোয় হবো আমি
আলোকিত অন্ধকার!


তুমি বলো আলো
আর আমি বলি আঁধার!



(ইতোপূর্বে, কবিতার আসরের একজন মেধাবী কবির ২৬.০২.২০১৭ইং তারিখে প্রকাশিত একটি কবিতায় মন্তব্য করতে এই কবিতাটির অংশবিশেষ ব্যবহার করেছিলাম। আজ তা পূর্ণাঙ্গরুপে কবিতার আসরে প্রকাশ করা হলো।)