কতদিন কতরাত কত ব্যথা বুকে নিয়ে এভাবে
এভাবেই কেটে গেছে, যদিও অস্বীকৃতি
ছিল ভালোবাসার আগুনে, যদিও
বোধগম্য ছিল না পথের ধর্ম
কখনো কারো ঠিক ভ্রষ্ট হয়ে যায় অবেলায়!
ছিল শুধু বেহিসাবি ভালোবাসা
আর ফাঁদে পড়ে মূল্য পরিশোধের ব্যস্ততা!


ভুলে ভরা ভয়ঙ্কর কী ভীষণ সেই ফাঁদ!
কখনো বুঝে কখনো না বুঝে আবার
কখনো ইচ্ছায় কখনো বা অনিচ্ছায়
কারণে অকারণে ধরা পড়ে যেতে হবে;
ধরা অবশ্যই পড়ে যেতে হবে, কেননা
তারপর কেটে যাবে কতগুলো দিন
কেটে যেতে হবে কতগুলো রাত এভাবে!


একদিন অবাক বিস্ময়ে আমি তাকিয়ে দেখি
তোমার হৃদয়ে লেখা আমার নাম 'চিরকাল'!
কিছু কষ্ট আর কিছু সুখ রঙের আচড়ে
আমার বুকে লেখা তোমার নাম 'ভালোবাসা'!