প্রাচীনত্ব এখন অতীতের গল্প শুধু
ধর্ম যখন ছিলো মানুষের সম্বল-
ঈশ্বর কে তখন আপন ভেবে
চলতো  সার্বিক জীবন।
এলো আধুনিকতা-
থমকে গেলো সরলতা, মানবতা-
আরো হলো অপমান  ভালোবাসা, পবিত্র বিশ্বাস
মানবতা আধুনিকতার ছোঁয়াতে উন্নত ঠিক-ই;
হলো শেষে দানবীয় মানব-যান্ত্রিক, বিশ্বাস তাহার যত যান্ত্রিকতা, যৌক্তিকতা
জন্ম টা এখনো যান্ত্রিকতায় আসেনি,
এখনো বীজ লাগে
এসেছে ঈশ্বরের দয়া তে
বাপ -মায়ের অশ্রুজলে!
হারিয়ে যাচ্ছে সরল, শান্ত, বুদ্ধিমত্তা
যা ছিলো অতীতের গর্ব ইতিহাস তাকে এখনো পুঁজে
এ আধুনিকতা হলো বিপরীত;এসেছে ফিরে তা-
তবে মানবের দ্বারা না যত সব যন্ত্রে র গুনে
মনুষ্যত্বের আধুনিক রূপ আজো মিলে নি
ঈশ্বর আসিয়াছে স্ব-মহিমায় সত্য রাজ্য গঠনে
যে সত্য যন্ত্রদানব জানে না, কারণ তাদের হৃদয়টা ও যন্ত্র।
এরা তো ঈশ্বর কে না পুঁজে বস্তা পচা স্ব-যুক্তি কে
মনে রেখো, এ যুক্তি তোমায় জন্ম দেয় নি, দিয়েছে অদৃশ্য সত্তা।
দুনিয়া ও আর পারছে না, তাদের স্ব-পাণ্ডিত্য সহ্য করতে-
কবে না আবার যন্ত্র মানুষ খেদানো র আন্দোলন করে বসে...?


১১ মে ২০২০
সোমবার