বন্ধু ভেবে রাখলাম যারে,
সেই তো খঞ্জর চালায় পাড়ে।
বিশ্বাস দিলাম, হৃদয় ছুঁয়ে,
সে তো খেললো ফাঁকি দিয়ে।
হাসির মুখে বিষের বাণী,
পেছন ফুঁড়ে বাজে সানি।
মনের ভিতর আগুন জ্বলে,
চোখের জলে নাম না চলে।
বন্ধুত্ব ছিল স্বপ্ন সাজে,
আজ তা শুধুই ধোঁকা বাজে।
বিশ্বাস ভেঙে দিলে দাগ,
হায়রে বেইমান! কী নিষ্ঠুর ভাগ!