ধূপে ভরা সকাল বেলা, আলোর হাসি মুখে,
আসছে কোরবানির দিন, শান্তি নামায় সুখে।
ঈদের সাজে সেজেছে প্রাণ, মসজিদে ছুটে যায়,
তাওহিদের ডাক শুনে মন, আত্মা নতুন পায়।

ইব্রাহিমের ত্যাগ স্মরণে, চোখে আসে জ্বল,
প্রভুর রাহে সন্তানের প্রাণ, দেন তিনি নিশ্চল।
আল্লাহ বলেন, "না, এ নয়, আমি দেখি মন,"
ভক্তি যদি থাকে সত্য, ত্যাগও হয় শ্রবণ।

রক্ত নয় চায় না রাব্ব, চায় যে হৃদয় ভরা,
নিয়তের সেই বিশুদ্ধতায়, মুক্তি আসে ধরা।
গরু, ছাগল, উট বা ভেড়া— ত্যাগের এক মাধ্যম,
মনের মাঝে হোক কোরবানি, এটাই মূল সাধন।

আসুক তবে এই দিনে, ক্ষমা আর অনুগ্রহ,
সবাই মিলে ভাগ করি সুখ, করি না কেউ অবহ।
পরের মুখে হাসি ফোটে, এটাই ঈদের গান,
কোরবানির সেই শিক্ষাতে হোক আলোকিত প্রাণ।