জন্মেছি বুঝি ভুল ঠিকানায়,
ভালোবাসা ছিল না কোনো আয়নায়।
মায়ের চোখেও ছিল না দীপ্তি,
আমি যেন কারও না বলা নীতি।
সবাই চায় আলো, আমি শুধু ছায়া,
নিঃশব্দে কাটে দিন,চোখ রাখে হায়া।
ভুলে আসা এ পৃথিবীর পথে,
আমি হেঁটে চলি নিজের সত্ত্বার সাথে।
এই পৃথিবীতে এসেছি বুঝি ভুল করে,
নীরব আকাশ চেয়ে থাকে শূন্য পানে —
মায়ের কোলে আসিনি আশীর্বাদ হয়ে,
হয়েছি শুধু বোঝা অচেনা গানে।
তবু একদিন সূর্য উঠবে আমার চোখে,
ভুল জন্ম হলেও — আমি হবো জেগে।
নিজেই গড়ব এক নতুন ইতিহাস,
যেখানে আমি হবো নিজ আশ্বাস।
কেউ চায়নি হয়তো এ আগমনী সুর,
তবুও জীবন দুলেছে সময়ের ঢেউয়ে —
আমি এসেছি, থেকেছি, হয়েছি কুরূর,
জীবন আমার কেবল প্রশ্নের ঋণুয়ে।
তবু ভাবি—
ভুল জন্মই যদি হয় সত্য,
তবে আমি হবো সে ভুলের শ্রেষ্ঠত্ব।