চারিদিকে-
বানর দেখি রোজ!
বানরের কাঁধে চড়ে;
কত বানর,
বানর শালায়;
শাহী বানর ভোঁজ।


বানরের লাফালাফি;
দেখবি কে আয়,
হাতাহাতি চাপাচাপি,  
থামানো  দায়!
চলছে ওরে বানর খেলা,
মনের মেলা!
তেজি বানর খাচ্চে লুটে;
সব একেলা!


মস্ত বানর!
বানর রাজা দেয়না সাজা,
বানরের গুষ্টি সমেত;  
খায় যে গাঁজা।,
বানরপ্রীতি, বানর রিতি,  
বানর ভীতি!
বানরের লোপ পেয়েছে;
বানর স্মৃতি!


বানর এখন বনের রাজা!
চারিদিকে চলছে শুধু-  
ভীষণ রকম বানর পূজা!


সিংহরা সব ঝগড়া বেঁধে;
আলাদা,
সিংহ-দমন বানরগুলা ;।
সজাগ সদা!


সিংহরা সব এলোমেলো;
ছুটছে ভয়ে!
ন্যাড়া বানর, কিশোর বানর;
দিচ্ছে ধেয়ে!