ক'দিন হলো এলোমেলো
যায় না লেখা নতুন করে,
নতুন কিছুর ভাবনা যেন
মনের ভেতর যাচ্ছে মরে।
ক'দিন ধরে হয় না যাওয়া
নীল-নীলিমার লোকান্তরে,
যেথায় সবুজ ঘাসের প'রে
সাঝ-সকালে মুক্তা ঝরে।
ক'দিন কেমন হচ্ছি যেমন
নিজের কিছু যায় না চেনা,
বসে বসে খেয়ে আমার
বাড়ছে আবার নতুন দেনা।
ক'দিন ধরে ভাবছি কিছু
ভাবনা কিসের হয় না জানা,
সবার কাছে সবকিছু যে
প্রকাশ করা বেজায় মানা।
ক'দিন ধরে খুঁজছি বসে
ধ্যান-ধারণার আস্তানাটা,
সভ্য সমাজ গড়বো কবে
অসভ্যতার বোঝা টানা।
ক'দিন আমার আমিটাকে
আমার মত রাখি বেঁধে,
আবার নতুন করে আমি
স্রষ্টা-প্রণয় চাহি কেঁদে।
রঙিন জগত মিথ্যা মায়া
ক'দিন পরে যাবো ভেসে,
অজানা সব ক'দিন বাকি
কোন সে কাঁটার ঘন্টা এসে!