বাংলাভাষার ভাণ্ডারে কত; বিবিধ রতন !
কেউ বলে জল;কেউবা পানি;ইচ্ছে মতন।
আরবি-ফারসি-হিন্দি-ইংলিশ কতটা উপায়,
শব্দমালা মিশে  গেছে   আমাদের ভাষায়।


জলে ডুবে মানুষ মরে পানিতেও সেম,
নোংরা কালো জলে ফেলে, বন্ধু দেখায় গেম।
গোলটেবিলে আলোচনা চৌপায়া কি নয়!
দাসত্বের চেয়ারটা আজও; কেদারা কি  হয়?


শব্দ বিভাজনের ধাপে ; মানুষ কি যায় মাপা?
কবি লেখক সত্যবাহক বিশ্ব অক্ষর ছাপা।
জল-পানি দুই নামের যাহা; সুপেয় সেই স্বাদ,
তেষ্টা মেটায় পরাণ জুড়ায় নাই যে অপবাদ!


ওরে যারা নিন্দুকেরা জল খেয়ে কস পানি,
পানি খেয়ে  জলের তরে কত পেরেশানি।
ওরে অবুঝ আমরা সবুজ পানিটাই জল,
যেই বাহনে একই জিনিস দুই নামে অতল।


এমন করে বিভাজনের আর না করি চাষ,
আমরা সবাই বংলাদেশি ভিনদেশী চারপাশ। ।
বন্ধু সেজে খুব আবেশে করে সর্বনাশ!
পাকিস্তানি দালালগুলো করে হাহুতাস।


শক্তি সাহস এক পাঁজরে আমারা বীর বাঙাল,
সমহারে স্বদেশ-প্রীতির ঝাণ্ডা  তুলো পাল।
প্রিয় আমার এই স্বদেশের করছে ক্ষতি যারা,
বাংলাদেশের মাটি ছেড়ে ভিনদেশে পায়তারা।


পরাণ জুড়ায় যার আলোতে দেখি প্রিয় মুখ,
নানা ভাষার অঞ্জলিতে পেলাম কত সুখ।
আমার বাংলা আমার প্রিয়; এই আমারি দেশ,
রক্ত দিয়ে আগলে রাখি আমার বাংলাদেশ।