খোকা বাবু রোবট বানায়
সুন্দরী একখানা,
চোখে মুখে রঙিন আলো
কাজ করে না মানা।

চা বানাতে বললে রোবট
বানায় বরফ ঠান্ডা,
খোকা বাবু কাঁদছে বসে
হাসে পোষা পান্ডা !

তাহার কাছে চাইলে মিঠাই
আনে কাঁচা লঙ্কা ,
খোকা বাবু হচ্ছে কাবু
ভীষণ রকম শঙ্কা ।