তুমি যদি চাও আমি ছায়া হয়ে যাবো
অহনিশি ভালোবেসে তোমার পাশে রবো,
তুমি যদি আমার সনে করো অভিমান
তবু আমি গাইবো শুধুই প্রিয়া তোমার গান!

অন্য কিছু চাই না আমি তুমি থেকো ঘেঁষে
জীবন মরন ভয় করি না যাবো ভালোবেসে,
এমন করে চুপটি হয়ে থেকো না গো মমি,
তোমায় ছাড়া কেমন করে বলো বাচি আমি।

তীব্র অনুভূতি তুমি গভীর অনুরাগে
এমন ওগো তোমার মায়া বুঝিনিতো আগে,
কেন এত  শুন্য লাগে তুমি দূরে গেলে
একা হয়ে যাবো আমি তোমাকে না পেলে।

তবু তোমার ভালোলাগা আমার ভালোবাসা
সুখে থেকো জনম জনম আমার এটাই আশা,
তোমার প্রতি নেই যে আমার কোন অনূরাগ
সারাজীবন থাকবে মনে হবে না যে ভাগ।