আদমের যাত্রা পথের সঙ্গী আমি মাটি সদৃশ মিশে
হাজার বছর ধরে এই পৃথিবীর কঠিন পৃষ্ঠদেশে
বহুবার যাত্রা হয়েছে আমার, মানুষ সময়ের জালে
আমি নিঃশেষ  হয়ে যাই  নতুম আদম ফিরে এলে।


কত রূপ রূপকারে ছেয়েছে এই আদমের অরণ্যভূমি
কত সংঘাত  প্রেম ভালোবাসা জড়ায়ে ছিলে শুধু তুমি,
প্রেরণা প্রেয়সীর কাজল কালো হরিণীর চোখে ভেসে
কত প্রাণ নিষ্প্রাণ হল  দেহে সুকেশির পানে হেসে।


কত রাত নির্ঘুম নিশ্চুপ নিরন্তর মায়ার অন্তরালে
তুমি অর্ধেক পুরুষের বাকি সব তোমার কূট চালে,
তুমি আদমের  তনুমনে  প্রশান্তির ছোয়া মহামায়া
তুমি গড়েছ প্রেমের তাজমহল রূপ তোমারি ছায়া।


ধরনীর তলে সখা সুখ মেলে তুমি কাছে এলে
নারীপুরুষ করেছে সৃজন সুখের ডানা মেলে,
আদমের হাওয়া সৃষ্টি করে,  স্রষ্টা মহান  রব
নারীতে পুরুষ পুরুষে নারী সৃষ্টিজগত সব।