বুকে চাপা স্বপ্নগুলো জমা আছে বুকে
কাল প্রভাতে ফিরবো বাড়ি রঙীণ কত সুখে!
পরাণ সাধের বউটা আমার সন্তানেরা এসে
পাশে বসে বলবে কথা অনেক ভালোবেসে!


অনেক দিনের হয়না দেখা তৃষ্ণা ভীষণ মনে
ঈদ-আনন্দ করবো সবাই ভাবনা  প্রতিক্ষণে,
আজ কি হলো হঠাৎ করে বুকের কোনে ব্যথা
একলা ঘরে একলা আমি কি নিদারুন সেথা !


কেউ এলোনা দিতে আমায় একটুকু জল মুখে
বিদেশ পরে রইলাম আমি অশ্রু  ভাসে বুকে,
জীবন তরি নাও ভিড়েছে এই বুঝিলাম শেষে
আমার দেহের প্রদীপ শিখা হঠাৎ থেমে গেছে!


পরে আছি  নিথর দেহে অবশ দুচোখ চেয়ে
প্রহর গুনে মনের কোনে অস্রু ভেজায় বেয়ে,
স্ত্রী মোর ফোন দিয়েছে রিসিভ করি কিসে
জীবন আমার ওপার ভ্রমন দুনিয়া যে মিছে।


বিকেল হলে চেয়ে দেখি স্ত্রী মোর  পাশে
চিৎকারে  তার ছাতি ফাটে করুণ দীর্ঘশ্বাসে,
হাত বাড়াতে গিয়ে আমার একি হলো হাল
অবশ আমার সারা দেহ কঠিন মাহাকাল!