আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে,
যেখানে সত্য বলতে গেলে ভয় লাগে।
মিথ্যা যখন রাষ্ট্রীয় ভাষা হয়ে ওঠে,
তখন ন্যায়বিচার হয়ে যায় রাষ্ট্রদ্রোহ।

আজ গুম হওয়া মানে ‘নিখোঁজ’ নয় —
আজ সেটি একটা ‘বার্তা’।
আজ কারাগার মানে শুধুই শাস্তি নয় —
তা হয়ে উঠেছে প্রশ্নহীন আনুগত্যের দরজা।

আমরা চাই না কোনো দল হোক মহান,
আমরা চাই রাষ্ট্র হোক মানুষের।
আমরা চাই না গলাবাজি, গুজব আর হিংসা,
আমরা চাই শিক্ষিত সিদ্ধান্ত, শালীন স্বপ্ন, সুশাসন।

হ্যাঁ, সত্য মাঝে মাঝে হেরে যায় —
বুলেট, ব্যারিকেড আর বেয়নেটের কাছে।
কিন্তু ইতিহাস?
ইতিহাস কখনোই গুণ্ডাদের নাম ধরে না,
ইতিহাস খোঁজে মাটির ভেতর বীজ বপন করা
সেই নির্ভীক মানুষের নাম।

আজ যারা গলা চেপে ধরছে —
তাদের জন্য সময় হয়তো থেমে গেছে,
কিন্তু ইতিহাস চলছে।
আর ইতিহাস তার কলমে
তোমার, আমার মতো মানুষের কণ্ঠ লিখে রাখছে।

তাই বলি, ভয় পেও না।
সত্যের পাশে দাঁড়াও।
ইতিহাস সময়মতো বিচার করবে
হয়তো আমরা থাকবো না
কিন্তু প্রকৃতির বিচার একচুল নরে না।