বাস এ বসিয়া ঝিমুচ্ছিলাম ; তন্দ্রা যখন এলে
কে যে আমায় ডেকে গেল এই এই বলে,
চেয়ে দেখি একটি শিশু হাত ইশারায়  ডাকে
ক্ষুধার জালায় পথশিশু  ঘুরে আঁকে বাঁকে,
মনে হল যদি হতাম সেই শিশুটি আমি
তাহলে কি হত আমার জামা অত দামি!


কত সুখে আছি আমি এই শিশুটির কাছে
পরক্ষণেই  ভাবলে দেখি আমার জীবন মিছে
তার পরনে ময়লা জামা মুখে মৃদু হাসি


আবার দেখি তার চেয়ে বড্ড ভাল আছি।


খালি পায়ে ঘুড়ছে শিশু কত যতন করে
আমার আছে কত জুতা কি বা এত দিয়ে
কত জামা কাপড় আমার তাও বলি নাই
এই শিশুটি শিক্ষা দিল আনন্দ  এটাই।।