সময় যখন উল্টো  চলে
সবাই সঠিক কথা বলে,
সত্যবানী উঠবে জেগে
নরম মানুষ যাবে রেগে
বুঝবি মজা পাইবি সাজা
ল্যাংটি খুলে ছুটবি ওরে
যেমন করে ঘন্টা নরে!


ওরে ও বেখেয়ালি!
আবেদ আলি, সুবেদ আলি
করম আলি, পাছায় তালি
তালেব আলি মরবি ওরে,
জনতা ক্ষেপে গেছে
তোরা সব যাবি ফেঁসে
আমারা সবাই হেসে হেসে
দেখব খেলা বাড়ি বসে
থাকবি তোরা কেমন করে?


হে হে হে হে হে হে এহে এহে এহে


ওরে ও রক্ত চোষা বনের জোঁক
কোথায় যে তোর থাকে চোখ,
এমন করে আঁখি বুজে কদিন রবি
কত আর জোশে খাবি, মুছে খাবি ,
চুষে খাবি, রোষে খাবি, পেট ফুলাবি
অকালে  মারা যাবি! আমলের সবটা পাবি!


আহারে কই পালাবি , জুলুমের শাস্তি পাবি
মায়া লাগে দয়া লাগে, অনিভূতি তবু জাগে!
          তোরা কি  মানুষ হবি?
নাকি সেই কুত্তা রবি!