গ্রীষ্ম কি শুধুই অভিশাপ,
নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো পাপ
গ্রীষ্ম মানে কি শুধুই রোদ,উত্তাপ এই
এর মধ্যে খুশির উঁকিঝুঁকি কই
রোদ,উত্তাপ মানেই যে দুঃখ তা নয়
তবুও এসব করেনা রব এদেহে সয়
নিদারুণ দাবদাহে ক্লান্ত হয় প্রাণীকুল
চায় শুধু জল-জল আর জল
শস্যক্ষেত্র ফুটিফাটা
নষ্ট হবে ফসল আর কটা
তবুও আছে আম আছে জাম
বেল-জুই-গন্ধরাজের অনেক দাম
প্রকৃতি হয়ে যায় রিক্ত
এই গ্রীষ্মেই সূর্য কেন এত দীপ্ত
থাকুক পটল,ঝিঙে,উচ্ছে,ঢেড়শ কচি
তবুও এই গ্রীষ্ম ফুরোলেই বাচিঁ।