জীবনের প্রতি মুহূর্ত আত্মস্থ
করেছি বারবার
জানি না কি প্রয়োজন ছিল?
কি ছিল দরকার।
একাগ্রতা ছিল কি না জানা নেই ,
নিষ্ঠা অগাধ
দরিদ্রতায় জন্ম আমার
এটাই কি অপরাধ ?
বেঁচেছি বেঁচে থাকার মত,
মানদণ্ড উঁচু করে
দরিদ্রতাই গর্ব আমার
ছোট্টও টিনের ঘরে ।।


বিঃদ্রঃ ঃ- আজ দীর্ঘ ১২ দিন পর আবার আজ ফিরে এলাম। এতো দিন আপনাদের সবাই কে খুব খুব মনে পড়েছে। আজ এই কবিতাটি দীর্ঘ ১২ দিন পর লিখলাম । লেখার পর মনে হল কি যেন একটা হারিয়ে যাওয়া জিনিস বহুদিন পর আবার ফিরে পেলাম । জানি না আপনাদের এই লেখাটি কতটা ভালো লাগবে?