আমরা দুজন একী পাড়ায় থাকি
তফাৎ শুধু পাশের বাড়ি ছাড়া
আমাদের সেই একটাই শৈশব
তবুও আমারা ভীষণ ছন্নছাড়া।


আমরা দুজন যোজন দূরে হলেও
ভীষণ রখম মনের কাছে থাকি
আমি যদি হই মেঘলা বাতাস ভারী
ও তবে  সেই পাখনা মেলা পাখি ।


আমরা দুজন মনের কথার ফাঁকে
উজাড় করি যা লুকানো আছে
ঝগড়া যতই হোক না তুমুল তরো
আমরা দুজন থাকি মনের কাছে।


আমাদের সেই না বলা সব কথা
চোখের ভাষায় ভীষণ বুঝতে পারি
আমি যদি হই ওর আদিম পুরুষ
ঔ তেমন আমার আদিম নারী ।।