এই লেখাটা একান্তই তোমার জন্য।
দুঃসাহসিকও বলতে পারো , আবার
বলতে পারো একটু অন্য রকম ।


একদিন হঠাৎ করে ঝড়ের মত এক মুঠো মুক্তির স্বাদ
ছড়িয়ে দিয়ে..... তারপর নিজেকে গুটিয়ে নিয়ে
বললে আসি।
এমন তো কথা ছিল না ।
জানি ঝড়কে ঘরে আটকে রাখা যায় না। তবুও
ঝড় কমে আসার আগে নিজেকে বৃষ্টির হাতে
সপে দেওয়ার যে পূর্বাভাষ নিয়ে যায়
কৈ তেমন তো এখানে হলও না ।


প্রথম আলাপেই বলেছিলে আচ্ছা তুমি কবিতা ভালো বাসও?
আমি কি উত্তর দিয়ে ছিলাম সেটা মনে নেই। তবে
এটা ভীষণ মনে আছে আস্তে আস্তে তুমি আমার কবিতা হয়ে উঠেছিলে ।


কৈ তখন তো একবারও বলনি সেই না বলা কথা গুলো
যে একদিন হারিয়ে যেতে পারো ।
তবে স্বাদ করে বৃষ্টি নয় নাম দিতাম কল্পনা ।
স্পর্ধা দেখাতাম না ঝড় মাখার বা কবিতার।


তাই এই কবিতাটা একান্তই তোমার জন্য ।।