তোমার জন্য হাঁটতে পারি হাজার বছর ধরে
প্রাগ হরপ্পা সভ্যতা সদুর ইতিহাসে।
শিলালিপির প্রতিটা ছত্রে ছত্রে লিখে যেতে পারি
শুধু তোমার নাম।
যদি তুমি একবার বল - আমি পাশে আছি।


জনায়ের মেঠো পথে অথবা সঙ্কীর্ণ আল পথ ধরে
ছুটে যেতে পারি - যেখানে কালকেউটের নিত্য আনাগোনা।
পদ্ম পরাগের রেনুর ছত্রে ছত্রে যেখানে খেলে বেড়ায়
কালো ভ্রমর। নির্দ্বিধায় এঁকে দিতে পারি শান্ত সান্ধ্য চুম্বন।
যদি একবার বল- আমি ভালোবাসি।


নাম না জানা কোনও বর্ধিষ্ণু গ্রামের ছন ছাওয়া মাটির দাওয়ার বসে
চূড়ান্ত মহুয়ার নেশায় বুঁদ হয়ে গেয়ে উঠতে পারি
" আমায় ডুবাহিরে আমায় ভাসাহিলি রে --
অতল দরিয়ায় আমার কুল নাহি রে "।
যদি তুমি একবার বল - ভালোবাসি ভালোবাসি ।।