এখানে সব কেমন যেন !
মেঘলা আকাশ নেই, ভালোবাসার পদ্য নেই,
দিনান্তে এক আকাশ ভরা তারাও নেই !
তারপরেও তুমি কেমন আছো স্রোতস্বিনী ?


রাতের বিছানায় ধ্রুপদ চুম্বনের আড়ষ্ট ঠোঁটে
ভালোবাসা নেই তোমার মত । সারাটা রাত
শুধু যান্ত্রিক কামনার আঁশতে গন্ধ । আঁশ বটির
রক্তে কোনও আঙুলের চাপ নেই।  
টিভির মেগাধারাবাহিকে কোনও উত্তেজনা নেই ।
তার পরেও তুমি কেমন আছো স্রোতস্বিনী ?


এখানে কেমন প্রেম প্রেম খেলা। ঘড়ির কাঁটায়
যেন পারমাণবিক বিস্ফোরণ, এখানে কেউ কখনও
হাসে না। এখানে কেউ ভালোবাসে না ।
এই জায়গাটা ঠিক কেমন যেন ?
এখানে কেউ ভালোবাসে না ।
তার পরেও তুমি কেমন আছো স্রোতস্বিনী ??