শীতটা বড় শুষ্ক। ভালোবাসার গাছে
পাতা ঝরার দিন। তাই বৃষ্টি বড় প্রিয় ।
এক পশলা বৃষ্টির জন্য ... এক শীত
প্রহর গোনা, তবে
এখন আর বৃষ্টির ভালোবাসা নেই।
নেই রাত জেগে কবিতা কবিতা খেলা।
বৃষ্টি এখন,
মৃত মরুভূমির উত্তাপ দেয়।
দু –এক মুঠো বালির মত বহুদিন আগেই
আঙুলের ফাঁক দিয়ে গলে গেছে।
হাতে লেগে আছে শুধু ছিটেফোঁটা ভালোবাসা।