প্রিয়তমসু,
যদি জানলায় এসে দেখি, চেনা সে মেঘ নেই,
জানা  আকাশটা বড় রক্তের মত লাল।
যদি খেয়ালী রোদের দলে ধূসরতা থাকে ।
রক্তের চোরা স্রোত কালজানি জলে ,
পোড়া বারুদের ঘ্রান ভাসে শীতের সকালে ,
তোমার চোখে কি তবু ভালোবাসা পাবো ?