আসলে প্রতিদিন একটা করে সম্পর্ক ভাঙে
ভেতর ভেতর। নিঃশব্দে; ঝড় ওঠে। আবার তা
থিতিয়ে যায়; ফের ঝড় ওঠে ;
প্রতি সম্পর্ক তৈরি হয় এক বুক বারুদ নিয়ে ।
ঘাস ফড়িঙের স্তব্ধতায় মশাল চোখ গোনে
দায়বদ্ধতার সমীকরণ মুখ রাখে মুখোশে।
গলা টিপে ধরি কবিতার !!
শেষ নিঃশ্বাসে হেসে যাও !!
এটাই ধার্য মাসুল !
তবু অনধিক পাঁচশো শব্দে লিখি
একটি সম্পর্কের আত্মকথা।।