চিন্তা কি আমার কম হয় সমীরণ?
কিন্তু দেখো বুঝতে দেইনা
চাঁদের মত একলা থাকতে হয় যে।
একটু নাড়া দিলেই, তুমি হয়তো ভেবে বসবে-
আমি তোমার প্রেমে লাল হয়েছি,
নীল হয়েছি ইত্যাদি ইত্যাদি ......


আজ কাল তোমাকে জল ভাবতে ভাললাগে,
পদ্ম পাতার উপরে থাকে কিন্তু গায়ে লাগে না ।
ভালো লাগে তোমাকে সূর্য ভাবতে
যে কিনা আলোকবর্ষ দূর হতে
পৃথিবীকে আলোয় ভরিয়ে দেয়
বিনিময়ে কাছে আসার বায়না ধরে না ।


তুমি বরং পরের জন্মে রাবন হইও সমীরণ।
তখন কোন রামের স্ত্রীকে ছিনিয়ে নিতে,
তোমার বাক সাধবে না