জানো আজ আমার কাছ থেকে
সবাই দূরে সরে আছে।
আমাকে আমার থেকে উৎখাত করেছে।
জন্ম জন্মান্তরের ইতিহাস ও তার পাতায় আশ্রয় দেয়নি।
কিছু সত্য উচ্চারণ করেছি বলে।
আজ তা নাইবা বলা হল


আমি ভালো নেই, তাতে কি ?
তুমি ভালো থেকো।


প্রতিদিনের মতো তোমায় মনে করা,
পেরিয়ে যাওয়া সময়ের হাতে চিঠি লেখা আর হয় না।
হয় না, সাথে বসে এক পেয়ালা কফি ভাগাভাগি।
আজ ছকে বাঁধা জীবনটা,হারিয়ে গেছে ভাঁটার টানে,
এই ভেবে মন খারাপ করো না প্রিয়তমা,
            সাথে আছে কেবল,
মন খারাপের গন্ধ মাখা কালো মেঘের দল,
কিছু ঝরো হাওয়া, কিছু জমানো চোখের জল।


তাই আমি ভালো নেই, তাতে কি?
শুধু তুমি ভালো থেকো।