স্বপ্ন সুরার ঘোরে,
আখের ভুলিয়ে,নিজেকে রেখেছি
তোমার দিওয়ানা করে।


ঐ অসীম নীলের শেষে,
ভাটিয়ালি সুর,সাঝের আধারে,
দরিয়ার পারে মেশে।


প্রিয় গজলের গানে,
মৌন ঠোটের ইশারায়,
কোনও কামনা জাগি'ছে প্রানে।


আমি হাজার প্রানের ভিড়ে,
সুদুর আকাশ মিশতে দেখেছি,
গোধূলি আলোর তীরে।


আমি গুলিয়ে ফেলেছি
প্রভাত,গোধূলি,
জারজ সন্তান এর পিতা,
ঘুণ ধরা কাঠে সাজিয়েছি আমি,নিজেই নিজের চিতা।