চেনা শব্দ ভাণ্ডারের সীমা ছাড়িয়ে
কতো গুলি অলিক শব্দের সূক্ষ্মতায় গা ভাসালাম।


তারপর দরিদ্র জাহ্নবীর জলে লেখা হল
অতন্দ্র রাতের গুমরানো জল ছবি
আর হলুদ পাখীর গানে
হারিয়ে যাওয়া কৃষ্ণচূড়ার উপকথা।