পারলে দেখে যাস,আজ ও বেঁচে আছি ।
মরার কারণ খুঁজে পাইনি তাই।
জীবন দিয়ে প্রেমের মুল্যায়নে,
তেমন কোনো যৌতিকতা পাইনি ।
আমার প্রেম.........
অনেকটা বঁরসি গেলা মাছের মত ।
অথবা-মাঝ সমুদ্রের ঝড়ে ভাঙা নৌকার,
মাঝির মত শেষ দেখতে ভালোবাসে।
তাই তুই বিহীন জীবন কেমন হবে ?
দেখার আশায় রয়ে গেলাম।
নাঃ,জীবনটা খুব খারাপ নয়,
বুঝলাম অভ্যাস বদলাতে কষ্ট হয় ।
দিন,মাস,বছর বা আরেকটু বেশি,
সময় সবই ভুলিয়ে দেয়।
একটা অভ্যাসের বদলে আরেকটা,
জীবন সবই মানিয়ে নেয়।
তাই পারলে দেখে যাস,
আজো দিব্যি বেঁচে আছি ।
তোর কথা মনে পড়লে,
এখন কষ্ট হয় না,দুঃখ হয় না ।
শুধু-প্রেমের ব্যর্থতা,
জীবনকে ব্যার্থ করতে পারেনি ভেবে গর্ব হয় ।
কারণ, যে ভালোবাসা জীবন কেড়ে নেয়,সেটা ভালোবাসা নয় ।