রাত্রির অন্ধকার যদি হৃদয়ের আঁধার আনে,
তবে রাত্রির দোষ কি, তাতো নিয়তির দান
ঠাই দাঁড়িয়ে আকাশ দেখছি, ছোঁব বলে
নিকট এসে ছোঁয়া, নেই কারো সাধ্য পান।


এত ক্ষুদ্র জীব আমি, এ ধরিত্রীর বুকে বেঁচে
নিয়তির মাপকাঠিতে, তাই ভিন্ন রঙে সেজে।
সঙ্গীহীন জীবন বেজায় আছি, কতক জীবনের
পথকে একটু সাজিয়ে তোলার খোঁজে।


ভরহীন জীবনের ন্যায় মৃত্যু ই যেখানে শ্রেয়
স্নেহের লালসা আনে মানুষের হৃদয়ে,
রাত্রির আঁধারের কালে হেয়।


এই যদি হয় কালের নিয়তি, বিবর্ণ সুখের দিশা
তবে দোষ কী তাতে!
বেঁচে আছি, এই তো জীবনের জিজ্ঞাসা।