ঠিকানা বেশ দূরে দূরে
পথের যাত্রী খোঁজা চলে নিরন্তর;
ক' ফোটা নিঃশ্বাস বাঁচিয়ে রাখা
গন্তব্যে চলে পৌঁছার হার ভাঙা মন্থর।
সৎ পথে চলার অঙ্গীকারে
বাঁধা পেরনোর সাংঘর্ষিক আকার;
রূপ নেয় ক্ষণিক বিশাল সমুদ্রে
দেখে তার তান্ডব গগন শব্দাহার।
যাত্রী হীনা সে পথে পৌঁছা, মুহূর্তে-
দীর্ঘশ্বাস আনে, ক্লান্ত শরীরে স্বপ্নগুলো
জাগ্রত করা, বারংবার যেন অস্তিত্বের মূলে
আঘাত হানে।
প্রকৃত ভাবে ঠিকানার সন্ধান
প্রাকৃত সৎ পথে মিলে কি!
প্রশ্নগুলোর উত্তর নেই সেই পথে;
পথযাত্রী নিজেকে গুটিয়ে কখনো,
নীরবে তার লক্ষ্যে যায় অবচেতন মনে।