অসংখ্য প্রকাশ উপলক্ষ্য নয় যাতে,
পেছনে সত্য যা কেউ শোনে না তাতে
যার নামে খানিক তকমা ঠেকেছে তো
অপশব্দ সেখানে বাসা বাঁধে ওৎ পেতে।


মিথ্যে সত্যের আংশিক বেড়াজালে
উপরন্তু সত্য কে জানে কোন ব্যাথাতে?
কেবল প্রতিক্রিয়া কেবলই হাসিমুখ;
গল্প রহস্যের বিজলি ওঠা মহড়াতে।


সংশয়-প্রত্যয় আছে কি জগতে,
প্রেরণা মেলা ভার হাতের মুষ্টিতে।


থমকানো পৃথিবীর গতিহীন পথে
অন্ধকারময়তা থামে না,
থামে না ঘর্ষণ-পীড়নেতে।


উঠে আসুক শান্তি, অবসান হোক
সংঘর্ষ প্রলয় ঘটিত নৃশংসের
সর্ব সত্যের উর্ধ্বে সৃষ্টির শ্রেষ্ঠ জীব
জয় হোক মানব ধর্মের।