যাই হোক!!
          - সৌমন্ত মুখার্জী

যাই হোক!
স্বপ্নকে অতীত করে আজ এই কঠিন বাস্তবে ফিরলাম,
আজই উপলব্ধি করলাম খালি পায়ে কাঁটার উপরে হাঁটার অসহ্য যন্ত্রনা!
মরুভূমির মরিচিকার মতো দেহের লোমকূপে দেখেছি রক্তের ফোঁটা!
তবুও নিজেকে উৎসর্গ করতে চাই আজকের এই বাস্তবে।
যাই হোক!
যখন তোমায় নিয়ে লিখেছি,
সবই তো ছিল স্বপ্ন!
কিন্তু আজ আমি আবার লিখছি,
শিরার প্রত্যেক রক্তের বিন্দুতে যদিও মিশে আছে না পাওয়ার আক্ষেপ অপার্থিব যন্ত্রনা, আর এক রাশ কষ্ট।
আমারও প্রত্যেক মানুষের মতোই প্রেমিকা ছিলো, এখন সেসব তো স্বপ্ন!
যাই হোক!
আজ আমি কঠোর বাস্তবকে ভালোবেসে ফেলেছি,
জীবনের  অস্থিরতায় আমি নিজেকে হারিয়ে ফেলেছি,
আমার হৃদয়ে এখন শুধুই কষ্ট আর দেহে আমার প্রাক্তনের তকমা।