তৃষিত বুক আর ঘর্মাক্ত কলেবরে
তাকিয়ে ছিলাম আকাশের পানে
আষাঢ়ের মেঘ দেখব বলে
দিনের কাঠফাটা রোদ্দুর দেখে ভরা
ভাদরের আকাশ লজ্জায় মুখ ঢাকা দেয়!
সন্ধ্যার মেঘমুক্ত আকাশ আষাঢ়ের নির্লজ্জতা
ঢাকতে কখনো এলোমেলো শীতল বায়ুকে পাঠায়
তাপসাক্রান্ত মানুষগুলোকে একটু স্বস্তির পরশ দিতে।
তাপাহত মানুষগুলো তাই চেটেপুটে নেয়!
কি নিদারুণ ঋতু যন্ত্রণা!
অদৃশ্য বাদল মেঘ,অদৃশ্য বিদ্যুতের ঝলকানি,
অদৃশ্য সহিষ্ণুতা, অদৃশ্য বনরাজি;
দৃশ্যমান শুধু রক্তচক্ষু সবিতার হল্কা উদ্গিরণ!