(এই কবিতাটি ১৯৯৯ সালে লিখেছিলাম।উড়িষ্যায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের উপর
বর্বরোচিত জঘন্য অত্যাচারের প্রতিবাদে লেখা।দুঃখের বিষয় আজও এর প্রাসঙ্গিকতা সমান।)


হিন্দু-মুসলমান কিংবা খ্রীষ্টান
বৌদ্ধ-শিখ অথবা পাঠান,
সবার মধ্যে উঠেছে আওয়াজ-
সাম্প্রদায়িকতা জিন্দাবাদ।
কিসের স্বার্থে এই ভেদাভেদ,
ভারত তো ধর্ম নিরপেক্ষ দেশ।
সংখ্যালঘুদের উপর এই অত্যাচার
চলছে কেন-কে জবাব দেবে তার?
হিন্দুরা গুজরাটে কিংবা উড়িষ্যায়,
খ্রীষ্টানদের উপর প্রভাব খাটায়!
জোর করে পাল্টায় ধর্ম-
এ কি মানুষের কর্ম?
ধর্মান্তরিত করা কি এতই সোজা!
মূর্খরা পায় এতেই মজা।
সকলের শরীরে একটায় প্রাণ
বিভেদ ঘুচিয়ে গাও সাম্যের জয়গান।
সবার রক্ত লাল জানি
কেন তবে এই খুনোখুনি?
বলতে পারো-কবে হবে মানুষে মানুষে একতা
ভারত আবার কবে পাবে জগতে শ্রেষ্ঠতা?