বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার জীবন মরণ
বাংলা আমার মান।


বাংলা ভাষায় প্রথম ডাক
মিষ্টি মধুর মা,
বাংলা ভাষায় প্রথম শিক্ষা
হাতেখড়ি অ আ।


বাংলা আমার রবীন্দ্রনাথ
বাংলা জীবনানন্দ,
বাংলা আমার শরৎচন্দ্র
বাংলা বিবেকানন্দ।


বাংলা আমার ২১শে ফেব্রুয়ারি
বাংলা ১৯শে মে,
ভাষার মাধুর্যে মাতোয়ারা বিশ্ব
স্বীকৃতি মিলেছে যে!


তবু আজও বারবার আঘাত
চক্রান্তকারী সদা সচল,
অধিকার হননের কঠিন প্রয়াস
করতে চাই যে অচল!


রক্ষা করিতে জন্মভূমির ভাষা
করিয়াছি কঠিন পণ,
শুনে রাখ্ ওরে মর্কট দুর্বৃত্তের দল-
ভাষা রক্ষায় করিব রণ!