হে বীর ঈশ্বরচন্দ্র -
তোমারি জন্মলগ্নে হেসেছিল
আকাশ,বাতাস,আলোকিত চন্দ্র !
অশিক্ষা কুসংস্কার আর
গোঁড়ামিতে সমাজ অন্ধকার,
জাতপাত বিভেদ বৈষম্য
এসবের ছিল জয়জয়কার।
এলে তুমি দেবদূত হয়ে
সাথে নিয়ে জ্ঞানের শমন,
দারিদ্রতা কখনও তোমায়
পারেনি করিতে দমন।
অগাধ পাণ্ডিত্যের অধিকারী হয়ে
লভিলে উপাধি 'বিদ্যাসাগর',
গরীব দুঃখীর ত্রাতা হয়ে তুমি
সকলের মণি 'দয়ারসাগর'।
বাল্যবিবাহের পরিণতি করুণ
বিধবাদের বাঁচার আকুতি নিদারুণ,
কেঁদেছিল তোমার কোমল প্রাণ
পরাশর শাস্ত্রে আনলে প্রমাণ!
শুরু হলো এক কঠিন লড়াই,
গোঁড়া হিন্দু আর পণ্ডিত মিশে হলো ভাই !
বিধবাবিবাহ করিলেন আইনসিদ্ধ ,
নারী শিশু শিক্ষা প্রসারে কঠিন প্রতিজ্ঞাবদ্ধ!
স্কুল কলেজ গড়ে লিখলেন বর্ণপরিচয় ,
বোধদয়,কথামালায় বাঁচলো সমাজের অবক্ষয় ।
জ্ঞানের আলোয় মুছে গেল মনের অন্ধকার,
হে মহান বীর-
তুমিই আসল মানুষ গড়ার কারিগর।