একটু পাওয়ার আশা-
একটু লালসা,
এরই নাম কি ভালোবাসা?
নিঃশব্দে শুধু প্রতীক্ষা আর প্রতীক্ষা-
থাকবে ত্যাগ ও তিতিক্ষা,
এরই নাম কি ভালোবাসা?
বুক ভরা ব্যাথা,নির্মম যন্ত্রণা,
মনে শুধু একটাই সান্ত্বনা-
প্রিয়ার দেখায় মিটিবে সব আশা
এরই নাম কি ভালোবাসা?
দেখে ওই মিষ্টি মুখের হাসি
ইচ্ছে করে শুধুই ভালোবাসি,
ইচ্ছে করে ঝগড়া করি
আদর পেতে ঠাসা-
এরই নাম কি ভালোবাসা?
বুক করে ধড়ফর্
পেতে প্রিয়ার একটু খবর,
পরিনি কখনও প্রেমে ভাই
জানিনা বেঠিক-সঠিক তাই,
বলে দেবে কেউ-কেন জানার এত নেশা?
এরই নাম কি ভালোবাসা?