হেই মা দুগ্গা-
বেশ তো আছিস,মজায় আছিস
দামী কাপড়ে বেশ সেজেছিস,
বেশ তো সোনার গয়না পড়ে
রুপোর রথে চড়ছিস!
হীরের গয়না ঝকমক করছে,
ছেলে মেয়ের মুখে হাসি ঝরছে,
চারিদিকে আলোর খেলা,
ঘুরছে দোলা,চলছে মেলা,
প্যান্ডেলে প্যান্ডেলে নানান সাজ,
মা তোর এতটুকু নেইকো লাজ!


হেই মা দুগ্গা-
লক্ষ কোটি মানুষ,যারা আজ অসহায়
দু'বেলা দুমুঠো পায় না অন্ন
আশ্রয়হীন শীর্ণদেহ, বস্ত্র শতছিন্ন
কাঁদে না কি তোর মন তাদের কাতরতায়!


হেই মা দুগ্গা-
বাতাসে দোলে কাশ,শিউলির সৌরভ
বানভাসিদের কান্নার রোল
সর্বহারা হারিয়েছে বোল
দুর্গতিনাশিনী মা তুই- হারালি গৌরব!


হেই মা দুগ্গা-
সবাই তো মা তোর সন্তান
তবে কেন দিস শাস্তির বিধান,
বৃষ্টি খরা বান,প্রকৃতির দান
দূর কর বাধা,গাই জয়গান।
তোর পুজো হোক্ পুজো সবার
ধনী গরীব মিলে হোক্ একাকার,
সবার মনে আসুক খুশির জোয়ার
ভেদাভেদ ভুলে সব হোক্ একাকার।