পাহাড় হাসছে,জঙ্গল হাসছে?
মানি না-মানি না।
তুমি ভালো,তোমরা ভালো?
মানি না-মানি না।
রাজ্য ভালো,দেশ ভালো?
মানি না-মানি না।
তোষণ নীতি, নাকি নীতি তোষণ?
মানি না-মানি না।
রাজ্য জুড়ে উন্নয়নের বন্যা?
মানি না-মানি না।
মানুষ বদলাচ্ছে,বদলাচ্ছে রাজনীতি?
মানি না-মানি না।
মেরুকরণের রাজনীতি?
মানি না - মানি না।
পাইয়ে দেবার রাজনীতি?
মানি না- মানি না।
এ দেশ আমার, এ দেশ তোমার, এ দেশ সবার-
ধর্ম থাক নিজের নিজের, কর্ম হোক সবার,
সময় হয়েছে বিবেক জাগানোর,
বন্ধু - জাগাও বিবেক সবার।।