অপারেশন টেবিলে যা যা থাকার ছিল,
সবই ছিল;
ছিল না শুধু ডাক্তারের মুখে হাসি।
রক্তমাখা ছুরি-কাঁচি এখনও
পড়ে আছে টেবিলের উপর।
একটু আগে জন্মানো যে ঋণগ্রস্ত শিশুটি সুতীব্র চিৎকারে পৃথিবীকে
তার আগমন বার্তা শুনিয়েছিল-
সে ছিল কন্যা সন্তান।
নিকট জনেরা কেউ তার চিৎকারে
আনন্দ প্রকাশ করেনি,
উচ্ছ্বাসও প্রকাশ করেনি কেউ।
একমাত্র ব্যতিক্রম তার জন্মদাত্রী মা-
প্রসব বেদনাময় ক্লান্তমুখে নির্মল হাসি।
নিখাদ সেই হাসিতে ছিল
নবজাতককে নতুন পৃথিবীতে বরণ করার আহ্বান।
নবজাতককে নতুন পৃথিবীতে পরিচয়
দানের আহ্বান।
পরিচয় দানের আহ্বান? সত্যিই কি তাই?
পুরুষতান্ত্রিক সমাজে মা যে ব্রাত্য!
জন্মদাতা মুখদর্শন করেন নি,পরিচয় দান করবেন কি?