একমুখ দাড়ি,উসকো-খুশকো চুল,
হাতে কলম,কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ,
গায়ে পাজামা-পাজ্ঞাবী,
পায়ে বিদ্যাসাগর চটি-
লিখবো কবিতা,সবাই বলবে-কবি!


ভালোবাসার কবি আমি,প্রেমের কবি,
পৃথিবীর বুকে আনবো প্রেম,
মুছে দেব হিংস্রতার ছবি।
থাকবে না দলাদলি,থাকবে না বিভেদ
মানুষে মানুষে হবে একাকার
বিচ্ছেদ হবে না প্রেমিক-প্রেমিকার
আমার কবিতা পড়ে তৃপ্তি পাবে আত্মা
প্রেমের কবি আমি- লিখব কবিতা!


প্রজাপতির রঙিন পাখায়,ভ্রমরের গুজ্ঞনে
ফুলের রঙিন মেলায়, পাখিদের কূজনে
থাকবো আমি-থাকবে আমার সত্বা
প্রেমের কবি আমি-লিখব কবিতা!


কাশ্মীরের নৈসর্গিক শোভায়
টাইগার হিলে ভোরের সূর্যের আভায়
হিমালয়ে বরফঢাকা চূড়ায়
শান্তিনিকেতনের বটের ছায়ায়
মিলিয়ে কল্পনা, আঁকবো আল্পনা
স্মৃতির খাতায় লিখবো সব-ই
আমি যে প্রেমের কবি!


পথক্লান্ত কোন পথিকের চিন্তার মাঝখানে
প্রিয়ার অপেক্ষায় ধৈর্যভাঙ্গা কোন প্রিয়র মনে
'ইন্টারভিউ'-এ ব্যর্থ কোন যুবকের হতাশার কাছে
'ফেল' করা কোন পরিক্ষার্থীর হাহাকার করা বুকের মাঝে
রবো আমি - রইবে আমার কায়া
প্রেমের কবি আমি -সর্বত্রই থাকবে আমার ছায়া!


স্বজন হারানো কোন শোকাতুর ক্রন্দনে
অন্যায় অত্যাচার অবিচার ও হিংস্রতার আগুনে
জ্বলে ওঠা কোন প্রতিবাদী নেতার প্রতিবাদে
ধর্ষিতা কোন মহিলার হাহাকার শুনে নির্বিবাদে
ছুটি যাব আমি -বুকে নিয়ে গভীর মমতা
প্রেমের কবি আমি - লিখবো কবিতা!