পরনে ছিল সাদা জামা
স্কার্টের রং লাল,
ডালিম ফুলের মতো ঠোঁট
রাঙা আপেলের মতো গাল।
চুল যেন শ্রাবণের মেঘ
আঁখি গোধূলির রঙে রঙিন,
আমি দেখিয়াছি তারে ঘুমপথে
স্বপ্নে-কতদিন।
ঘুমপথে আমাদের হয়েছিল
কত মধুর কথা,
পথের শেষে যেই মনে পড়ে
হৃদয়ে পাই ব্যাথা।
রোজ সেই পথে মন যেতে চায়
কিছুতেই কোন বাধা মানে না,
স্মৃতির পাতা থেকে কেন জানি হায়
শুধুই হারিয়ে যায় সেই ঠিকানা।
তোমার লাজুক চোখের দৃষ্টি দেখে
মনে আমার জেগেছিল আশা,
সেইদিন থেকে শুরু হলো
আমার অব্যক্ত ভালোবাসা।
ঠিকানা হারালেও আমার
মনে নেই কোন শঙ্কা,
স্মৃতির খাতায় প্রথম পাতায়
আছে আমার প্রিয়তমা।