মাঝে মাঝে বিষণ্ণতা গ্রাস করে মন খারাপের দিনগুলিতে
না ভালোলাগা প্রতিটি মুহূর্ত এসে উদাসী গোধূলিতে
পাক খেতে খেতে হারিয়ে যায় অনন্ত কৃষ্ণগহ্বরে।
শুরু হয় আরও একটি সম্ভাবনাময় দিনের প্রস্তুতি....


কাকের ডানার উপর ভর করে এগিয়ে আসা সন্ধ্যাকে দেখে
পশ্চিম দিগন্তে অব্যক্ত যন্ত্রণায় মুখ লুকায় দিনের দিবাকর।
বুকে অজস্র খোঁচা নিয়ে  পূর্ণিমার চাঁদের চেষ্টার অন্ত ছিল না ;
যদিও, হেমন্তের কুয়াশা চাদর অনেক মোটা!
রাতচরা পাখিরা উল্লাসে গান ধরে,
কত নিষ্পাপ ফুল অকালে ঝরে যায়!


একাকী অসহায় 'চাঁদ' আর তার গুটিকতক নাবালক সঙ্গী 'তারা' -
একবুক হতাশা নিয়ে বিষণ্ণতার সাগরে দিকভ্রান্ত নাবিকের মতো পাক খায়
পূর্বদিগন্তে রক্তিম আভা আরো একটি নূতন দিনের ঘোষণা করে...
শুরু হয় আরও একটি সম্ভাবনাময় দিনের প্রস্তুতি....