জন্মেছিলে যখন এই পৃথিবীতে-
সকলেই হেসেছিল,
শুধু তুমি কেঁদেছিলে।
দু'দিনের এই জীবনে
দুঃখ ভুলে আনন্দ ক'র,
কল্যাণকর কাজ ক'র,যাতে-
তুমি না থাকলেও
তোমার কীর্তি অমর থাকবে।
হাসতে হাসতে এ পৃথিবী
যাবে তুমি ছেড়ে,
স্বজন হারানোর বেদনায়
সকলের মন নেবে কেড়ে।


তোমার সৃজিত কাজের মাঝে
রইবে চিরকাল,
আলোচিত হবে তোমার নাম
আজ এবং আগামীকাল।
ভবের খেলা সাঙ্গ হলে
এ সাধের দেহ হবে ছাই,
হিংসা -স্বার্থ ভুলে
তোমার কর্তব্য করো ভাই।