তুমি তোমার গল্প বলো,
আজো শোনা যাবে তপ্ত মাটির বুকফাটা যন্ত্রণা,
দিব্যি তোমার,কালির আঁচড়ে মিশবে না কল্পনা,
জানুক পৃথিবী,বুকের পাঁজরে কত অভিমান জমা...
নেই,তবু নেই ক্ষমা !
অনেক তো দিন হল,
প্রয়োজন নেই ব্যর্থ আপোষে
ভোলো মৌনতা ভোলো,
তুমি তোমার গল্প বলো ll


তুমি তোমার গল্প বলো,
আজো ধরা দেবে সোনালী অতীত,স্মৃতির টুকরো ছবি,
খাদ্য,বস্ত্র,বাসস্থানের অমীমাংসিত দাবী...
মিথ্যে পৃথিবী,ক্লান্ত দুচোখে স্বপ্নের জাল বোনা,
দিন,শুধু দিন গোনা !
আঁধার রাত ঘনালো,
ক্ষুধিত পাষাণ নীরবতা ভেঙে
খোলো গো দুয়ার খোলো,
তুমি তোমার গল্প বলো ll