আলোর ইজারা নিয়ে মুখরিত দিন
নীরব তারার দেশ নিয়ে নামে রাত
ইথারের তারে ভাসে কে কার আপন
প্রভাত গোধুলি বলে হাতে রাখো হাত l
কে কার আপন হায় কে কার আপন
জীবনের পাঠশালে সহপাঠী ফের
মনে হয় ভালো থাক যে যার মতন
মনে হয় ভালোবাসা বাকি আছে ঢেড় l
ধার করা সময়ের থেকে কিছু ক্ষণ
যেটুকু নদীর ধার সম্বল সার
জীবনের জয়গানে যে যার মতন
তবুও তো তীরে তীরে ভাটি ও জোয়ার l