হোক ক্ষণস্থায়ী আবেগাপ্লুত তবু দ্রুতগামী স্রোত
কল্প কুসুম কোরকে সুপ্ত ধবধবে পারাবত,
উপন্যাসের ভাবনা গল্পগুচ্ছের মাস্তুলে
রাম রাবনের যুদ্ধে নিহত জটায়ু বাউন্ডুলে
ঠিক যেরকম ; হয়তো তেমনি একফালি নশ্বর
দু'হাতে আগলে নিভু নিভু এক ভুলে যাওয়া বাতিঘর
ব্যাকুল চরন তীরসন্ধানী তুমি যার বেলাভূমি
তোমার কাঙাল আর কাঙালিনী আমার জন্যে তুমি l
অনুরাগে রাঙে এখনো শিমূল কৃষ্ণচূড়া সবাই
ভূমানচিত্রে টবে টবে খর্বাকৃতি বনসাই l